বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ ইউপিতে আগে মনোনয়ন দেওয়া মো. নানু মিয়াকে পরিবর্তন করে হাফেজ মো. শামরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।
হাফেজ মো. শামরুল ইসলাম বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।