করোনায় সংক্রমিত বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে কেবিনে তাঁর চিকিৎসা চলছে।
দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত সোমবার রাতে খন্দকার মাহবুব হোসেনকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন বেশ ভালো। স্বাভাবিক খাবার খাচ্ছেন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান তিনি।
খন্দকার মাহবুব হোসেন গত ১৬ আগস্ট করোনা সংক্রমিত হন। শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।