জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় প্রতারণার মামলায় অস্তাকুল ইসলাম আনাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শালনগ্রাম বিজলীরডাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার রাতে পৌরসভার উত্তর মাথাভাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চাকরি দেওয়ার নাম করে ধর্মপালের খেরকাটি বাজারের রবিউল ইসলাম নামে এক ব্যক্তি গত সোমবার রাতে তাঁর বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা করেন।
এদিকে গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।