উপনির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গের চার আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। গতকাল সকাল থেকে পশ্চিমবঙ্গের দিনহাটা, গোসাবা, খড়দহ ও শান্তিপুর আসনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফল থেকেই তৃণমূল প্রার্থীদের জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও, অনেকের আগ্রহ ছিল ভোটের ব্যবধান নিয়ে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশামতোই ফল করেছে কংগ্রেস। অন্যদিকে আসাম, মণিপুর, মিজোরামসহ উত্তর-পূর্ব ভারতে বিজেপি ও তাদের জোট সঙ্গীরাই সব আসনে জিতেছে। ভারতের ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩টি লোকসভা ও ২৯টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণে জানা গেছে এসব তথ্য।
একটি লোকসভা আসনের পাশাপাশি হিমাচল প্রদেশের তিনটি বিধানসভা আসনেও জিতেছে কংগ্রেস। তবে কংগ্রেসশাসিত রাজস্থানে দুটি বিধানসভা আসনই নিজেদের দখলে রেখেছে শাসক দল।
বিজেপিশাসিত মধ্য প্রদেশে কংগ্রেস লোকসভা আসনে জিততে না পারলেও ব্যবধান কমাতে সক্ষম হয়েছে। বিধানসভায় বিজেপি দুটি এবং কংগ্রেস ছিনিয়ে নিয়েছে একটি আসন। মহারাষ্ট্র ও কর্ণাটকেও ভালো ফল করেছে কংগ্রেস। উত্তর-পূর্ব ভারতের বাইরে বিজেপির ফলাফলকে হতাশজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।