রাজধানীর স্কলাস্টিকা স্কুলের কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৫ ডিসেম্বর ধার্য করা হয়েছে। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর সিদ্দিক এ তারিখ ঠিক করেন।
গত ২৫ সেপ্টেম্বর রাতে ইভানার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা। গত ১৫ সেপ্টেম্বর পরীবাগে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।