রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে গ্রাম পুলিশের মাঝে পোশাক, বাইসাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আবদুল আলী মঞ্চে এসব সরঞ্জাম বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন মিয়া।
অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে ৬ জনকে সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।