হোম > ছাপা সংস্করণ

পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরে পূর্বশত্রুতার জেরে কবির হোসেন (৩২) এক যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। গত বুধবার মহানগরীর বাসন থানার দীঘিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির মহানগরীর বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দিঘীরচালা এলাকার প্রভাতি স্কুলের সামনে বুধবার রাত সাড়ে ৭টার দিকে কবিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী কবিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের ঘাড়ের বাঁ পাশে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মালেক খসরু খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবির ও হত্যাকারী একে অপরের পরিচিত। তাঁরা এলাকায় একসঙ্গে চলাফেরা করতেন। তাঁদের মধ্যে স্থানীয় বিষয় নিয়ে পূর্বশত্রুতা আছে। পূর্বশত্রুতার জেরেই কবিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ