২০২২-২৩ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। বিদায়ী বছরে যা ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে বাজেটের আকার বেড়েছে ৯০ কোটি টাকা। বাজেটের আকার বাড়লেও এবার সন্তোষজনকভাবে বাড়েনি গবেষণা খাতের বরাদ্দ। গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি ৫ লাখ টাকা; যা মোট বাজেটের ১.৬৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট সভায় আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করবেন। এর আগে ১২ জুন সিন্ডিকেট সভায় বাজেট পেশ করা হয়।
বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, গতবারের তুলনায় এবার বাজেটের আকার বেড়েছে। করোনা পরিস্থিতির কারণে ২০২০-২১ অর্থবছরে ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা থেকে কমিয়ে ৮৩১ কোটি টাকা করা হয়েছিল। এবার বেড়ে ৯২২ কোটি টাকা হয়েছে। গবেষণায় বেড়েছে বরাদ্দ। গবেষণায় গত বছর ছিল ১১ কোটি টাকা, এবার ৪ কোটি টাকা বাড়ানো হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ৯ কোটি ৫০ লাখ এবং ২০১৯-২০ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ছিল ৯ কোটি টাকা।
শতবর্ষী একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট বরাদ্দ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তিনি বলেন, ‘আমরা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তলিয়ে যাচ্ছি। আমাদের উচিত ছিল গবেষণা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো। কিন্তু বিশ্ববিদ্যালয় তা নিয়ে ভাবেনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষকদের বেতন ১৪০ কোটি টাকা, কর্মকর্তাদের বেতন ৬১ কোটি, কর্মচারীদের বেতন ৭২ কোটি টাকা রাখা হয়েছে; যা মোট বাজেটের ২৯ দশমিক ৫৯ শতাংশ। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভাতা বাবদ ব্যয় দেখানো হয়েছে ২১৮ কোটি ৯৯ লাখ টাকা; যা মোট বাজেটের ২৩ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া পেনশন ও অবসর বাবদ ১৭৯ কোটি ৯৯ লাখ টাকা, পণ্য ও সেবা খাতে ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা, অন্যান্য অনুদান ৩৩ কোটি ৫৪ লাখ টাকা এবং মোট মূলধন অনুদান ২১ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকা।
ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কাল (আজ) সব সিনেট সদস্যের সামনে বাজেট উপস্থাপন করা হবে। তারপর আলোচনা, পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের অনুন্নয়ন ও ঘাটতি বাজেট। বিশ্ববিদ্যায়ের সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে ২ হাজার ৭০০ কোটি টাকার বাজেট পরিকল্পনা জমা দেওয়া আছে।