হোম > ছাপা সংস্করণ

জম্মু ও কাশ্মীরে প্রচণ্ড নিপীড়ন

ভারতে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার তিন বছর পার হয়ে গেছে।এই তিন বছরে এ অঞ্চলের মানবাধিকারের চিত্র ঠিক কেমন ছিল, এ নিয়ে ৩১ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, তিন বছরে জম্মু ও কাশ্মীরে প্রচণ্ড দমন-নিপীড়নের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

সম্প্রতি প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল থেকেই এ অঞ্চলের মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতাসহ ব্যক্তিস্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে আন্দোলনের অধিকারের গুরুতর লঙ্ঘন করেছে সরকার।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে যে বিষয়গুলো অনুপস্থিত ছিল তা অ্যামনেস্টির প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। অ্যামনেস্টির মূল ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের আগস্ট থেকে সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের ওপর অন্তত ৬০টি নিপীড়নের ঘটনা ঘটেছে। চলতি বছরের জুলাই-আগস্টে জম্মু ও কাশ্মীরের সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী, সাবেক বিচারকসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ‘পুলিশ এনকাউন্টারের’ ঘটনা ঘটেছে। ৩৭০ ধারা বাতিলের পর থেকে একই সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা বেসামরিক নাগরিকদের বেআইনিভাবে হত্যা বেড়েছে ২০ শতাংশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ