নওগাঁর নিয়ামতপুরে ১১ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গুড়িহারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মদন রবিদাস, উত্তম রবিদাস ও রুহিল রবিদাস।
নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, উপজেলা সদরের টিরামপুর এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে চোলাই মদ ক্রয়-বিক্রয় চলছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে তিনি অভিযান চালানোর নির্দেশ দেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যায়। জব্দ করা হয় ১১ লিটার চোলাই মদ।