বিজয়ের ৫০ বছর পূর্তিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের প্রতি সম্মান জানিয়েছে রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠান। বিজয়ের এ দিনে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্মৃতিসৌধে বিজিবি মহা পরিচালকের পক্ষে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এবং বিজিবি রাঙামাটি সেক্টরের ভারপ্রাপ্ত লজিস্টিক অফিসার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।