হোম > ছাপা সংস্করণ

পর্যটক বহনে নিবন্ধন নিতে হবে নৌযানকে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে হাওর ও নদী-নদীতে চলাচলকারী সকল পর্যটকবাহী নৌযান নিবন্ধনের আওতায় নিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় নিবন্ধনের জন্য আগামী ১৩ জুনের মধ্যে তাহিরপুর উপজেলা প্রশাসনে আবেদন করতে হবে।

নীতিমালার মধ্যে রয়েছে নৌযান নিবন্ধন ও উপজেলা প্রশাসন থেকে দেওয়া নেমপ্লেট না থাকলে কোনো নৌকা পর্যটক বহন করতে পারবে না। নৌযানের প্রকৃত অবস্থা যাচাই ও শর্ত মেনে চুক্তিপত্র স্বাক্ষর করলে নিবন্ধন নম্বরসহ নেমপ্লেটের নমুনা সরবরাহ করা হবে।

নৌযানের মালিক নিজ দায়িত্বে উপজেলা প্রশাসন থেকে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে চুক্তি করবেন এবং নেমপ্লেট ছাপাবেন। চুক্তিপত্র অনুযায়ী পরিবেশ, হাওর ও নদীর ক্ষতি হয় এমন কার্যক্রম করা যাবে না। প্রশাসনের নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।

নৌযানে কোনো ধরনের উচ্চ শব্দের বাদ্য ব্যবহার করা যাবে না এবং পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বিষয় উল্লেখ রয়েছে।

উপজেলার নৌ মাঝি হিরন মিয়া বলেন, ‘এখন আমাদের নৌকা চলাচলে সুবিধা হবে। যত্রতত্র কেউ নৌকা চালাতে পারবে না।’

এক নৌ পরিবহনের পরিচালক ফকির আলম বলেন, ‘নৌ চলাচলে দীর্ঘদিন পর হলেও নীতিমালার মধ্যে এসেছে। এতে আমাদের নৌযানগুলো নিরাপত্তার মধ্যে থাকবে।’

উপজেলা নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘বিভিন্ন নৌকায় পর্যটকদের নিয়ে অসামাজিক কার্যকলাপ হয়। এই নীতিমালায় সেটা বন্ধ হবে আমরা এমনটা প্রত্যাশা করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, তাহিরপুরে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে। এ ক্ষেত্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। জননিরাপত্তার বিষয়টি বাস্তবায়ন করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ