হোম > ছাপা সংস্করণ

মানুষের মুখে মুখে আনিসার গান

ঈদে মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’। দুই সিনেমাতেই আতিয়া আনিসার গাওয়া গান প্রশংসিত হয়েছে। বলা যায় মানুষের মুখে মুখে এখন আনিসার গান। অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমায় ‘তোকে রাখব খুব আদরে’ গানে কণ্ঠ দিয়েছেন আনিসা। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ইমরানের সঙ্গেই গানটি গেয়েছেন আনিসা। গানটি বেশ সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। এরই মধ্যে ২০ লাখেরও বেশি ভিউয়ার্সকে বিনোদিত করেছে গানটি। অন্যদিকে পরাণ সিনেমায় অয়ন চাকলাদারের সঙ্গে গাওয়া ‘চলো নিরালায়’ গানটি ৫০ লাখেরও বেশি ভিউয়ার্সকে বিনোদিত করেছে। আনিসা এখন বেশ ব্যস্ত। প্লেব্যাক, অডিও, স্টেজ—প্রতিটি মাধ্যমেই নিয়মিত কাজ করছেন।

আনিসা বলেন, ‘ছোটবেলা থেকেই সিনেমায় গান গাওয়ার স্বপ্ন আমার, তাই একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবেই আমি প্রতিষ্ঠিত হতে চাই। প্লেব্যাক করতে গেলে যে চরিত্রের জন্য গান গাইতে হয়, তা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। গল্প এবং অভিনেত্রীর এক্সপ্রেশন বুঝে গান গাইতে হয়, এই বিষয়গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ভালো গল্পের সিনেমায় তাই নিয়মিত প্লেব্যাক করতে চাই।’

পরিচালক বদরুল আনাম সৌদের নতুন সিনেমায় গাইলেন আনিসা। ‘শ্যামা কাব্য’ নামের সরকারি অনুদানের সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। তাঁর সুর-সংগীতে এবারই প্রথম প্লেব্যাক করলেন আনিসা। গানটি লিখেছেন বদরুল আনাম সৌদ। গত রোববার বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। আনিসা বলেন, ‘ইমন সাহা স্যার অনেক আগে থেকেই বলছিলেন যে আমাকে দিয়ে প্লেব্যাক করাবেন। এবার দেশে ফিরে বলেছিলেন, একটা জিঙ্গেল হলেও তিনি করবেন। এই প্লেব্যাকের জন্য স্যারই আমাকে ফোন করেছিলেন। চমৎকার একটি গান।’ এই গানেও আতিয়া আনিসার সহশিল্পী অয়ন চাকলাদার।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় আতিয়া আনিসা প্রথম প্লেব্যাক করেন। গানের শিরোনাম ‘চুপকথা’। এরপর আনিসার গাওয়া ‘তুই আমি চল’, ‘তোমার পাশে হাঁটতে দিও’, ‘কোন ইশারায়’ গানগুলো জনপ্রিয় হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ