আজ রাত ১০টায় আরটিভিতে প্রচার করা হবে নতুন ধারাবাহিক নাটক ‘ভাই ভাই ভায়রা ভাই’। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, তানজিকা আমিন, নাজিরা মৌ, সাজু খাদেম, এ্যানি খান, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, শামীম, আল মনসুর, রহমত আলী, রাশেদ মামুন অপু প্রমুখ। একে অপরকে খুব ভালোবাসে বলেই বিয়ে করতে পারছে না দুই ভাই। অথচ বিপত্নীক কুতুব আলী দুই ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘরে আনতে চান। দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বিপাকেই পড়েছেন কুতুব আলী। তাঁদের কেন্দ্র করেই নাটকের গল্প।