নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীর করা ধর্ষণ মামলায় জয় আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত জয় আলী কুষ্টিয়ার দৌলতপুর থানার দৌলতখালী এলাকার বাসিন্দা। তিনি ফতুল্লায় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ভাড়া থাকতেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ওই তরুণী একই গার্মেন্টসে চাকরি করতেন। সেই সূত্র ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এ সময় তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে বিয়ের জন্য জয়কে চাপ দিলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় তরুণী থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।