হোম > ছাপা সংস্করণ

প্রবেশপত্র ছাড়া বিশেষ ব্যবস্থায় পরীক্ষা

রংপুর প্রতিনিধি

রংপুরের সাহেবগঞ্জ বিএম কলেজের ২৫০ শিক্ষার্থী প্রবেশপত্র ছাড়া বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিয়েছে। প্রবেশপত্র না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনায় তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আসিব আহসানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।

সাহেবগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ আইনুল হক বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব শিক্ষার্থীকে বসিয়ে রেখেও প্রবেশপত্র দিতে পারেননি। তিনি শিক্ষার্থীদের জানিয়েছিলেন, বিভিন্ন সমস্যার কারণে বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি বিধায় তাদের পরীক্ষা দেওয়া হচ্ছে না।

এ কথা জানাজানির পর পরীক্ষার্থীরা কলেজের সামনে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও এবং বিক্ষোভ করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গভীর রাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে বলে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

পরীক্ষার্থীরা জানায়, কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে। যথাসময়ে বোর্ড ফিসহ প্রত্যেক শিক্ষার্থী ৩ হাজার ১০০ টাকা করে দিলেও প্রবেশপত্র দেওয়া হয়নি। তারা অধ্যক্ষের শাস্তি দাবি করেন।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, শিক্ষার্থীদের সঙ্গে এমন করার জন্য বিএম কলেজের অধ্যক্ষসহ দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সে জন্য শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তারা সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ