হোম > ছাপা সংস্করণ

ভোলায় করোনা শনাক্ত কমেছে

ভোলা প্রতিনিধি

ভোলায় কমছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ভোলায় ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন রোববার ভোলায় শনাক্তের হার ছিল আরও কম। ওই দিন শনাক্তের হার ছিল ১ শতাংশে। যা গত ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম।

ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভেলায় স্থাপিত করোনা ল্যাবে করোনা পরীক্ষার শুরু থেকে এ পর্যন্ত ১৮ মাসের মধ্যে গত রোববার শনাক্তের হার ছিল সবচেয়ে কম। শুরু থেকে করোনা ল্যাবে রোগী শনাক্তের হার ছিল ৪০ থেকে ৫০ শতাংশ।

টানা প্রায় ১৮ মাস পর ভোলায় গত রোববার ১ জন রোগী শনাক্তের মধ্য দিয়ে করোনা শনাক্তের হার নেমে আসে মাত্র ১ শতাংশে।

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, গত রোববার ৯৬ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে মাত্র ১ জন করোনা রোগী শনাক্ত হয়। যা করোনা পরীক্ষা শুরুর পর থেকে এটাই সর্বনিম্ন। মৃত্যুও শূন্যের কোঠায়।

গত শনিবার ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১ জন।

গতকাল সোমবার পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৭৭৮ জন। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬ হাজার ১৯৩ জন।

ভোলার সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমলেও সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী টানা ১৪ দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে হলে ধরে নেওয়া যায়, করোনা নিয়ন্ত্রণে আছে। ভোলায় টানা ১৪ দিন পর্যন্ত করোনা শনাক্তের হার ৫ শতাংশে এসেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ