বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থককে কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার নাজির আক্তার কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) আশিক খান তাঁকে অর্থদণ্ড দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত যুবকের নাম সাইফুল ইসলাম রনি। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল প্রতীকের জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর সমর্থক।
এসি ল্যান্ড বলেন, কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রনিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।