হোম > ছাপা সংস্করণ

পোস্ট মাস্টার গ্রেপ্তার

বাসাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় মিনহাজ উদ্দিন (৫০) নামের এক পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মোরাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিনহাজ উদ্দিন সদর উপজেলার করটিয়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা পোস্টমাস্টার হিসেবে কর্মরত। এর আগে একই মামলায় গত বুধবার করটিয়া বেপারীপাড়া এলাকার মিরাজকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

আহত ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঢেলিকরটিয়া গ্রামের বাসিন্দা।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। গত ১৫ মার্চ প্রতিদিনের ন্যায় সকালে সাব্বির হোসেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঢেলিকরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে এলাকার একদল দুর্বৃত্ত হামলা করে। এ সময় মাথায়, হাত এবং পায়ে দায়ের কোপে গুরুতর আহত হন তিনি। সাব্বিরের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সাব্বিরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাব্বির হোসেনের মা সাফিয়া বেগম বাদী হয়ে ২১ মার্চ ১৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলের ওপর বর্বরোচিত হামলার উপযুক্ত বিচার চাই। আমার ছেলেটি বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

এ বিষয়ে সদর থানার এসআই মোরাদুজ্জামান বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা করা হয়েছে। ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার (জেনারেল) মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বাসাইল উপজেলা পোস্টমাস্টারকে গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। যদি কোনো কর্মচারী যেকোনো মামলাতে গ্রেপ্তার হয়, তাহলে সরকারি আইনে তাঁকে সাসপেন্ড করা হয়। অফিস খুললে তথ্য সংগ্রহ করে তাঁকে সাসপেন্ড করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ