খেলার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটে। তাই খেলধূলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী। গতকাল শনিবার তিতাস উপজেলার একটি ফুটবল খেলার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপজেলার জগতপুর দ্বিতীয় দশানীপাড়া যুব সমাজের উদ্যোগে জগতপুর সাধনা উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা হয়।
অনুষ্ঠানে জগতপুর সাধনা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রওনক আহমেদ সভাপতিত্ব করেন।
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কর বিতরণ করা হয়।