বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন-বাফার ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কবির আহমেদ। নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকদের সভায় তিনি সভাপতি নির্বাচিত হন। গত শনিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ সাদাকাত হোসেনের সভাপতিত্বে বাফা (ঢাকা) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালকদের ভোটে আমিরুল ইসলাম চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, নুরুল আমিনকে সহসভাপতি (ঢাকা) ও খাইরুল আলম সূজনকে সহসভাপতি (চট্টগ্রাম) নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তি