বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল বাছেদ নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার রজত নির্বাচনের ফল ঘোষণা করেন।
৩৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী একেএম মাহবুবর রহমান পেয়েছেন ৩৩৬ ভোট। ৩৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল বাছেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত প্রার্থী এএইচএম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২৭৫ ভোট। আর গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ১০৬ ভোট।