হোম > ছাপা সংস্করণ

জন্মদিনে সমরজিতের গান

তৈরি হলো নতুন গান ‘চিত্রা নদীর পাড়’। লেখক ও সাংবাদিক জাহীদ রেজা নূরের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ রায় নিজেই। শব্দগ্রহণ করেছেন বিনোদ রায়। প্রোগ্রামিংয়ে ছিলেন রণদীপ মানু। বাঁশিতে ছিলেন মামুন। কলকাতা থেকে মিক্সিং এবং মাস্টারিং করেছেন গৌতম বসু।

হঠাৎ করেই গানটা এসেছিল জাহীদ রেজা নূরের মনে। গান লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, কেউ যদি গানটি সুর করে গায়, তবে ভালো লাগবে। সমরজিৎ রায় রেকর্ড করার জন্য একটি গান খুঁজছিলেন কিছুদিন ধরেই। গানটি পছন্দ হলো তাঁর। তিনি সেই স্ট্যাটাসের নিচে মন্তব্য করলেন, গানটি করতে চান।

সেভাবেই শুরু। নানা রকম সুর এসে ভিড় করতে লাগল সমরজিতের মাথায়। হারমোনিয়ামটাকে রক্ষাকবচ বানিয়ে একের পর এক সুর নিয়ে মেতে থাকলেন তিনি। জাহীদ রেজা নূর বলেছিলেন, সুরটা লোকজ হলে ভালো হয়। সমরজিৎ রায় লোকজ এবং ধ্রুপদি গানের মিশেলে তৈরি করলেন সংগীত। এরপর হলো গানের বাদবাকি কাজ।

আজ সমরজিৎ রায়ের জন্মদিনে গানটি প্রকাশ করা হচ্ছে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

গানটি সম্পর্কে শিল্পী সমরজিৎ রায় বলেন, ‘আমার ভীষণ পছন্দের একজন ব্যক্তিত্ব এবং প্রিয় কবি জাহীদ রেজা নূর। ভীষণ ভালো লাগা কাজ করছে তাঁর লেখা প্রথম গানের শিল্পী হতে পেরে। লোকজ অঙ্গের এই গানের কথাগুলো ভীষণ সুন্দর। তাই সেভাবেই সুর এবং সংগীতায়োজনে করে গাওয়ার চেষ্টা করেছি।’

জাহীদ রেজা নূর বলেন, ‘গানটা হঠাৎ করেই মাথায় এল। মাথায় বিদ্যুৎ চমকের মতো কিছু ইমেজ ভেসে বেড়াতে লাগল। সেগুলোকেই শব্দে পরিণত করেছি। ভালো লাগছে, সমরজিৎ গানটি করেছেন। আমাদের দুজনের আরও কিছু কাজ করার ইচ্ছে আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ