হোম > ছাপা সংস্করণ

বেহাল সংযোগ সড়ক, দুর্ভোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-দশমিনা আন্তজেলা সড়কটি সংস্কার করা হলেও বর্ষায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক দিয়ে চলাচলে ভোগান্তিতে দশমিনা ও বাউফল উপজেলার প্রায় ৬ লাখ মানুষ। স্থানীয়দের দাবি, যেনতেন সড়ক উন্নয়ন না করে টেকসই উন্নয়ন করা হোক।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দশমিনা ভায়া বাউফলের ভাঙা সেতু হয়ে লোহালিয়া খেয়াঘাট পর্যন্ত ২১ কিলোমিটার সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ি ঠেলাঠেলি নিয়ে দীর্ঘপথ অতিক্রম করতে প্রায় এক থেকে দেড় ঘণ্টার অধিক সময় চলে যায়।

অন্তরা পরিবহনের সুপারভাইজার আনোয়ার আনু জোমাদ্দার জানান, ভাঙাচোরা সড়ক দিয়ে গাড়ি চলাচলে মেশিনারি পার্স নষ্ট হয়ে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। দশমিনা থেকে পটুয়াখালী সদরে নিয়মিত যাতায়াতকারী আইনজীবী, ফুয়াদ হোসেন ও শহিদুল ইসলাম জানান, যেখানে ৩০-৩৫ মিনিটের অধিক সময় লাগার কথা নয়, সেখানে এক দেড় ঘণ্টার অধিক সময় চলে যায়। এ কারণে যথাসময়ে আদালতে উপস্থিত হতে পারি না।

বেতাগী সানকিপুর ইউনিয়নের মো. সাইরুল ও ইউপি সদস্য ফিরোজ আলম জানান, বাউফলের ভাঙা সেতু এলাকা থেকে দশমিনা উপজেলা সদর পর্যন্ত প্রায় ৮-৯ কিলোমিটার সড়কের অধিকাংশ বড় বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় ভোগান্তি পোহাতে হয় পটুয়াখালী সদরে জরুরি কাজের জন্য যাওয়া মানুষের। তাঁদের দাবি, প্রতি বছর যেনতেন সড়ক উন্নয়ন না করে টেকসই উন্নয়ন করা হোক।

দশমিনা উপজেলার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান পঞ্চমালি বলেন, ‘দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি সেবা দানে প্রসূতি অথবা অন্য যে কোনো রোগী পটুয়াখালী অথবা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি কালাইয়া বাউফল হয়ে দীর্ঘ সময় পার হয়ে যেতে হয়। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। ওই রাস্তাটি দশমিনা বাসির জন্য জরুরি।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দশমিনা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, ওই সড়কটির দশমিনা অংশের সাড়ে ৪ কিলোমিটার সংস্কারের জন্য দরপত্র হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ