উত্তর বাড্ডার বেরাইদ এলাকায় প্রতিপক্ষের হামলায় রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবিনার ছেলে তানভীর হাসান মুন্না ও দেবরের ছেলে হাশিদুল ইসলাম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনে এ ঘটনা ঘটে।
আহত তানভীর জানান, বাড়ি-ভিটে নিয়ে এলাকার প্রভাবশালী শহিবুলের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলছে। যা মামলা পর্যন্ত গড়িয়েছে। গতকাল দুপুরে শহিবুল তাঁর তিন ছেলেসহ ১৫-১৬ জন নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। তাঁরা তাঁকে ও হাশিদুলকে মারধর করেন। এ সময় তাঁর মা রুবিনা বাধা দিলে শহিবুল রড দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মায়ের অবস্থার অবনতি হলে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৪টায় তাঁর মা মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।