হোম > ছাপা সংস্করণ

ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সরকারি ঘর দেওয়ার কথা বলে আব্দুল লতিফ নামে এক বৃদ্ধর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শেখর নামে একজনের বিরুদ্ধে। শেখর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যক্তিগত মোটরসাইকেল চালক বলে জানা গেছে। তিনি সারেংকাঠি ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের স্বপনের ছেলে। ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে বৃদ্ধ লতিফকে উল্টো হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শেখর ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ, বৃদ্ধ লতিফ সারেংকাঠি ইউনিয়নের মুনিনাগ গ্রামের একজন দরিদ্র লোক। তাঁর থাকার জন্য মাথা গোঁজার ভালো কোনো ঘর নেই। শেখর একজন মোটরসাইকেল চালক। চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁর গাড়িতে সব সময় আসা-যাওয়া করেন। তাই লতিফ মোটরসাইকেল চালক শেখরের কাছে একটি ঘরের জন্য কথা বলেন। শেখর তাঁকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ১০ হাজার ৭০০ টাকা নেন। ঘর দেওয়ার কথা বলে এভাবে টাকা নেওয়ার পর বৃদ্ধ লতিফ তাঁর কাছে ঘরের কথা বললে শেখর রাগারাগি করেন, হুমকি-ধমকি দেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শেখর বলেন, ‘আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি। ওই বৃদ্ধ সব মিথ্যা বলছেন।’

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘শেখর একজন মোটরসাইকেল চালক। প্রয়োজনে মাঝেমধ্যে তাঁর মোটরসাইকেলে উঠি। শেখর ঘরের জন্য লতিফের কাছে কোনো টাকা নেননি। এ নিয়ে এলাকায় সালিস হয়েছে। সেখানে টাকা নেওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেননি বৃদ্ধ লতিফ। শেখর আমার নির্বাচন করেছেন। তাই প্রতিপক্ষরা ওই বৃদ্ধকে দিয়ে শেখরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের চেষ্টা করছেন।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ আমার দপ্তরে পড়েছে কি না তা না দেখে সঠিক বলতে পারব না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ