হোম > ছাপা সংস্করণ

সীমান্তে কৃষককে বিএসএফের নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রুহুল আমিন নামের এক কৃষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক রুহুলের বাড়ি উপজেলার নেকমরদ ইউনিয়নের ভদ্রেশ্বরী ভেলাপুকুর গ্রামে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও জেলা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ক্লিনিকের মেডিকেল সহযোগী লতিফা আকতার জানান, রুহুল আমিনের পুরো শরীরে আঘাত করা হয়েছে।

চিকিৎসাধীন রুহুল আমিন জানান, ‘বাংলাদেশের অভ্যন্তরে কুলিক নদীর ধারে জমি চাষ করছিলেন তিনি। এ সময় সাদা পোশাকধারী দুই ব্যক্তি নদীতে মাছ ধরা শুরু করেন। পরে তাঁরা এসে রুহুলকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে নিয়ে যান। পাঁচজন মিলে পেটায়। বেলা দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাঁকে ছেড়ে দেন।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির জগদল সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার রাজ্জাকুল হায়দার বলেন, রুহুল আমিন জিরো লাইনে হালচাষ করতে যান। এ সময় সাদা পোশাকধারীরা তাঁকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে। সাদা পোশাকে থাকায় তারা বিএসএফ কিনা জানা যায়নি। তবে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ