মাগুরায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ে সফল নারীদের জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: মাগুরায় জেলা পর্যায়ে ৪ জনকে জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
জেলা নারী বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি সভা হয় । ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না ।
এবার মাগুরা জেলা পর্যায়ে ২০২১-২২ অর্থবছরে মনোনীত শ্রেষ্ঠ ৪ জন জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মহম্মপুর উপজেলার ববিতা রাণী বিশ্বাস,শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাগুরা পৌরসভার আমিনা হামিদ,সফল জননী নারী সদর উপজেলার ড.মাজেদা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু কথা নারী শ্রীপুর উপজেলার মিতা বেগম । তাছাড়া সদর উপজেলা পর্যায়ে ৩টি ক্যাটাগেরিতে আমিনা হামিদ,লায়লা রেবেকা হক ও ফাতেমা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় ।
শালিখা (মাগুরা): শালিখায় ৩ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। বিশেষ অবদানের জন্য মমতা রানী মজুমদার (শিক্ষা ক্ষেত্রে), পারুল বেগম (সফল জননী), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার (সমাজ কল্যাণে) জয়িতা সম্মাননা দেওয়া হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত জয়িতারা তাদের জীবনের সফলতার কাহিনি তুলে ধরেন।
শ্রীপুর (মাগুরা): উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহর সভাপতিত্বে উপজেলার সফল জননী ড. মাজেদা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিউটি রানী শাঁখারি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মিলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মিতা বেগম, সমাজ উন্নয়নে মর্জিনা খাতুনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।
মহম্মদপুর (মাগুরা): মহম্মদপুরে ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, প্রভাষক সালমা বিনতে মাহাবুব, তৌহিদুল ইসলাম ইমরুল প্রমুখ বক্তব্য দেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জয়িতা, ববিতা রাণী বিশ্বাস, রোকেয়া বেগম, নাজমুন নাহার, জোয়ারদার রুজিনা রোকশানা এবং ফরিদা পারভীনকে সম্মাননা দেওয়া হয়।