হোম > ছাপা সংস্করণ

‘শিশুদের মানবসম্পদে পরিণত করছে সরকার’

খুলনা প্রতিনিধি

সরকার দেশের সব শিশুকে মানবসম্পদে পরিণত করছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গত বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘ইন্টারভেনশন ডিজাইন অব চাইল্ড প্রোটেকশন প্রোগ্রাম আন্ডার কেসিসি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিটি মেয়র আরও বলেন, ‘সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাও এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। বিশেষ করে ইউনিসেফ আমাদের মহানগরীর পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে যে কাজগুলো করছে তা প্রশংসনীয়।’ সভায় সিটি মেয়র প্রতিবন্ধী ও পথ শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য মেমোরি সুফিয়া রহমান শুনু ও সচিব মো. আজমুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আব্দুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস. এম ফজলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, ইউনিসেফ-এর স্বাস্থ্য কর্মকর্তা এস এম নাজমুল আহসান, কেসিসির নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা-সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীন ইতিমধ্যে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত এ সেবা কেন্দ্রে বিনা মূল্যে উন্নতমানের থেরাপি চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ