হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রীকে ধর্ষণ যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আতাউল্লাহ মোল্লাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ সদস্যরা। পরে গতকাল সকালে অভিযুক্তকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তিনি হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার পুত্র।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক হাসান রাসেল জানান, সোমবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় আতাউল্লাহ। পরে ওই শিশু শিক্ষার্থীকে একটি পরিত্যক্ত ঘরে আটকে ধর্ষণ করে। দুপুরে ওই ছাত্রী বাড়ি ফিরে অচেতন হয়ে যায়। বিকেলে রক্তক্ষরণ বেড়ে গেলে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হিজলা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে বুধবার রাতে র‍্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আতাউল্লাহকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ