জয়পুরহাটে কৃষকদের সহায়তায় ২০২১-২২ ফসল চাষ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রণোদনা খাত থেকে প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে। গতকাল সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের প্রান্তিক পর্যায়ের কৃষকদের অধিক হারে রবি ফসল উৎপাদনে সহায়তা করার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচি চালু করে। চলতি রবি মৌসুমে জেলার পাঁচটি উপজেলার ১৭ হাজার ২০০ জন কৃষক এই কৃষি প্রণোদনা সুবিধা পাবেন।