স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে কপ-২৬। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় সেখানে বিশ্বনেতারা যখন আলোচনায় মেতে আছেন তখন চীনের বেইজিংয়ের আকাশ ছেয়ে গেছে দূষিত বায়ুতে। দূষণের কারণে গতকাল শুক্রবার বেইজিংয়ে ২০০ মিটারের কম দূরত্বেও কিছুই স্পষ্ট দেখা যায়নি। অনেক মহাসড়কে বন্ধ করে দিতে হয় যান চলাচল।
রাস্তা থেকে আকাশের দিকে তাকালে দেখা যায় উঁচু ভবনগুলো ধোঁয়াশায় ছেড়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার ভয়াবহ দূষণের ব্যাপারে সতর্ক করেছিল চীনের এ রাজধানী শহর। কেননা সম্প্রতি নির্মাণকাজ এবং কারখানার কার্যক্রম বেড়ে গেছে। পিএম ২.৫ নামের ছোট বায়ুবাহিত কণার কারণে প্রায়ই চীনে এমন দৃশ্য দেখা যায়। তবে গত মাসে দেশটির পরিবেশমন্ত্রী জানিয়েছেন, তাঁরা বছরে বাতাস থেকে গড়ে ৪ শতাংশ বায়ুবাহিত এসব কণা সরানোর উদ্যোগ নিয়েছেন।