হোম > ছাপা সংস্করণ

নির্বাচন শেষ হলেও সরানো হয়নি পোস্টার-ফেস্টুন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

চতুর্থ ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কিন্তু এখনো সেখানে ঝুলছে পোস্টার, ফেস্টুন ও ব্যানার।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রশুনিয়া, বাসাইল, কেয়াইন, বয়রাগাদী, ইছাপুরা ইউপিসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট, দোকানপাট, পাড়া-মহল্লায় টানানো পোস্টারের তার বা রশি ছিঁড়ে কিছু অংশ মাটিতে কিছু অংশ ওপরে ঝুলছে। আবার কোথাও রাস্তায় পড়ে আছে পোস্টার-ফেস্টুন। অনেক জায়গায় বহালতবিয়তে রয়েছে নির্বাচনী ক্যাম্প। কারও কোনো উদ্যোগ নেই এসব অপসারণের।

জানা যায়, গত ৭ ডিসেম্বর ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর এসব পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগানো হয়। নির্বাচন শেষ হয়েছে ৪ দিন ধরে, কিন্তু এগুলো অপসারণ করা হয়নি এখনো। এর ফলে এ পোস্টার-ফেস্টুন অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বয়রাগাদী ইউনিয়নের বাসিন্দা আল মামুন বলেন, ‘আমি মোটরসাইকেল চালিয়ে সিরাজদিখান বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে পোস্টারের রশি ছিঁড়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি মোটরসাইকেলের গতি তখনই নিয়ন্ত্রণ করি। তা না হলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। নির্বাচন চলে গেছে, এখন প্রার্থীরা নিজ দায়িত্বে পোস্টার-ফেস্টুনগুলো উঠিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে দিক।’

কয়েকজন প্রার্থী জানান, তাঁরা নিজ দায়িত্বে পোস্টার-ফেস্টুন ওঠানোর কাজ করছেন। কয়েক দিনের ভেতরে রাস্তাঘাট থেকে পোস্টার-ফেস্টুন উঠিয়ে পরিষ্কার করে দেবেন। এতে কয়েক দিন সময় লেগে যাবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘আমরা নির্বাচনের পরদিন থেকেই প্রার্থীদের পোস্টার-ফেস্টুন উঠিয়ে ফেলার জন্য বলছি। তারপরও যদি কেউ না উঠিয়ে থাকে, আমরা আবারও বলে দেব। পোস্টার-ফেস্টুন প্রার্থীদের নিজেদের অর্থায়নে তুলে ফেলার নির্দেশনা দেওয়া আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ