হোম > ছাপা সংস্করণ

আগুনে পুড়ল ৪৫ ঘর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মিলগেট লাল মসজিদ এলাকার বস্তিতে অগ্নিকাণ্ডে ৪৫টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুক্রবার রাতে আগুন লাগার খবরে ঘুম ভাঙে তাদের। এ সময় বস্তির কয়েকটি ঘরে আগুন জ্বলছিল। পরে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। মুহূর্তেই আগুন আশপাশের বসতিতে ছড়িয়ে পড়লে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাঁরা বলেন, বস্তিতে থাকা ৪৫ পরিবারের দুই শতাধিক মানুষ বাসস্থানহীন হয়ে পড়েছে। বস্তিতে থাকা অন্যান্য পরিবারের ঠাঁই নিয়েছেন অনেকে। বেলা বাড়লে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নিজের মালামাল সরিয়ে নিচ্ছেন ক্ষতিগ্রস্তরা।

ঘরের মালিক ইসমাইল হোসেন বলেন, ‘বস্তিতে আমার ১৫টি বসতঘর ছিল। সব কটি ঘর পুড়ে গেছে। বস্তির ঘর ভাড়াই আমার একমাত্র আয়ের উৎস। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে।’

মাসিক দুই হাজার টাকা ভাড়ায় বস্তিতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন আলমাস উদ্দিন। পরিবারের চারজন সদস্যকে নিয়ে বাস করতেন সেখানে। পেশায় নির্মাণশ্রমিক আলমাসের ঘর পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন বলে জানান।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, শুক্রবার রাতে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বস্তির অধিকাংশ ঘর টিন, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। শনিবার সকালে ডাম্পিংয়ের কাজ শেষ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত পরিবারে জন্য পুনর্বাসন ও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ