হোম > ছাপা সংস্করণ

বিরল প্রজাতির শ্লথশাবক উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার স্থানীয় বাসিন্দারা বিরল প্রজাতির একটি শ্লথশাবক উদ্ধার করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে রাজন আম পাড়তে গিয়ে শাবকটি দেখে।

রাজনের বাবা আবুল হোসেন জানান, তাঁর ছেলে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির অদূরে আমগাছে শাবকটি দেখতে পায়। পরে সে এটি ধরে বাড়িতে নিয়ে আসে। শাবকটি তখন খুবই দুর্বল ছিল। ফল খাওয়ানোতে এখন একটু সুস্থ আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকা একসময় গভীর বন ছিল। বনে বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণী ছিল। এখন বনও নেই, প্রাণীও নেই। এর আগে তাঁরা এমন প্রাণী দেখেননি। শাবকটির শরীরের লোম ধূসর সাদা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুধু প্রাণী লালনপালন করি। উদ্ধার করা আমাদের কাজ নয়।’

শ্রীপুর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. বজলুর রহমান জানান, বন্য প্রাণী উদ্ধারের জন্য বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট রয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

শ্লথ হলো একধরনের স্তন্যপায়ী বৃক্ষচারী জীব। এদের সচরাচর মধ্য এবং দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায়। অনেক ধীরে নড়াচড়া ও চলাফেরা করার কারণে এদের নাম দেওয়া হয়েছে শ্লথ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ