নাটোরের লালপুরে চাঁদার দাবিতে আটক করে রাখা ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ভারতীয় একজনসহ দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাহাড়পুর কুলিং টাওয়ার্স লিমিটেডে কর্মরত নেত্রকোনার বারহাট্টার অতিথপুর গ্রামের শহিদুল হকের ছেলে লোকমান মিয়া (২৩) ও ভারতের দেউড়িয়া উত্তর প্রদেশের রুদ্রপুর থানার কোরমার মাহাদাহা গ্রামের রামকৃষ্ণ গুপ্তার ছেলে রামবদন গুপ্তা বাসা থেকে বের হন। পরে জানা যায়, লালপুর বাজারে আসলে কয়েকজন দুষ্কৃতিকারী তাঁদের আটকে রেখে মারপিট করেন। এক লাখ টাকা চাঁদা দাবি করে খুন করার ভয়ভীতি দেখায়। মঙ্গলবার সকালে রামবদন গুপ্তা মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে বিষয়টি জানান প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে। ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে ঈশ্বরদী ও লালপুর থানা-পুলিশ বাহাদিপুর গ্রামের নর্থ বেঙ্গল সুগার মিলের একটি টিনশেড ঘর থেকে ওই দুজনকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।