পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার সাঘাটায় ৯ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে ৩১ জন বিদ্রোহী মাঠে নেমেছেন। এতে কোনো কোনো ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিএনপি–জামায়াতের সরাসরি প্রার্থী না থাকলেও স্বতন্ত্রের ব্যানারে ভোটের মাঠে আছেন তাঁরা।
উপজেলার ১ নম্বর পদুম শহর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোজাহিদুল ইসলাম বকুল। বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। ২ নম্বর ভরতখালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, বিদ্রোহী প্রার্থী চারজন। ৩ নম্বর সাঘাটা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, বিদ্রোহী প্রার্থী একজন। ৪ নম্বর মুক্তিনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, বিদ্রোহী প্রার্থী তিনজন। ৫ নম্বর কচুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, বিদ্রোহী প্রার্থী দুইজন। ৭ নম্বর হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী ১১ জন। ৮ নম্বর জুমারবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজার রহমান, বিদ্রোহী প্রার্থী ৬ জন। ৯ নম্বর কামালের পাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওয়াদুদ, বিদ্রোহী প্রার্থী দুইজন। ১০ নম্বর বোনারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নাছিরুল আলম স্বপন।