হোম > ছাপা সংস্করণ

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্যচিত্র

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’। পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ফাখরুল আরেফিন খান। তিনি এর আগে ‘ভুবন মাঝি’ ও ‘গফ্ফি’ নামের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্প্রতি কুষ্টিয়া, কুমারখালী ও ঢাকার বেশ কয়েকটি স্থানে শুটিং হয়েছে ‘অবিনশ্বর’-এর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

২০১৯-২০ সালের সরকারি অনুদানে নির্মিত এই প্রামাণ্যচিত্রে অভিনয় করেছেন নওফেল জিসান, আতিক রহমান, যশ জায়েদী, আমিরুল ইসলাম, শাহীন সরকার, আসলাম আলী, আনোয়ার বাবু, হালিম স্বপন প্রমুখ। পাশাপাশি এই প্রামাণ্য চলচ্চিত্রে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে কথা বলেছেন মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ জহির, বীর প্রতীক ও ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কয়েকজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করি, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত অনুপস্থিত। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সূতিকাগার ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সে কারণেই শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে।’

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘অবিনশ্বর’ প্রামাণ্যচিত্রটি আগামী ২ নভেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকীতে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ফাখরুল আরেফিন খান।

ধীরেন্দ্রনাথ দত্ত একজন ভাষাসৈনিক। তিনি ছিলেন একাধারে আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিবিদ। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলা ভাষা নিয়ে প্রথম সরব হয়েছিলেন তিনি।

১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দিলীপকুমার দত্তকে গ্রেপ্তার করে এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে অমানবিক নির্যাতনে হত্যা করা হয় তাঁদের।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ