বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৩২৮ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে গত শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেনযাত্রীদের বিনা টিকিটে ভ্রমণের দায়ে এ জরিমানা আদায় করা হয়।
পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেস ট্রেনে। এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৬৫ হাজার ৫০০ টাকা এবং ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।