হোম > ছাপা সংস্করণ

সুবর্ণচরে সড়কে ঝরল সেনাসদস্যের প্রাণ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সেনাসদস্য রেদোয়ান হোসেন মিশু তরফদার (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভগ্নিপতি মো. শরীফ হোসেন (২৭)।

গতকাল শনিবার সকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাটের দক্ষিণ পাশে আবদুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ান হোসেন ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দলপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। আহত শরীফ হোসেন নিহত মিশুর ভগ্নিপতি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে পাঁচ দিনের ছুটিতে নোয়াখালী আসেন সেনা সদস্য রেদোয়ান। গতকাল সকালে চাটখিল থেকে সুবর্ণচরের জোবায়ের বাজারে সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পে যান তিনি। সেখানে কাজ শেষ করে ভগ্নিপতি শরীফকে নিয়ে মোটরসাইকেলযোগে চাটখিলের উদ্দেশে রওনা হন। পথে তাঁদের মোটরসাইকেলটি আবদুল্লাহ মিয়ারহাট এলাকায় ট্রাককে পাশ দিতে গিয়ে বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি। তাতে মোটরসাইকেলে থাকা রেদোয়ান ও শরীফ গুরুতর আহত হন। লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সেনা সদস্যের মাথায় আঘাত লেগেছিল। তা ছাড়া আহত ব্যক্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

চরজব্বার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ জানান, নিহত সৈনিকের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ