বিশ্বনাথে আলহাজ মোক্তার আলী ফাউন্ডেশন আয়োজিত প্রথম স্কুলভিত্তিক সাধারণ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য ইরন মিয়ার সভাপতিত্বে এবং আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সাবেক অতিরিক্ত সচিব মঈন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশক আলী, উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সমাজ বিজ্ঞানের প্রভাষক আফিয়া বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, সদস্য জামাল মিয়া, চাঁনপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মানিক মিয়া দরাছ, সিংগেরকাছ এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মর্তুজ আলী, মৌলভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন তালুকদার, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আশিক হোসেন প্রমুখ।