হোম > ছাপা সংস্করণ

বটগাছ থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদরগঞ্জ প্রতিনিধি

বদরগঞ্জে বটগাছ থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট মাদ্রাসাপাড়া গ্রামে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত তরুণীর নাম মোসরেফা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের দিনমজুর মোকছেদুল হকের মেয়ে।

মোকছেদুলের দাবি, তাঁর মেয়ের মানসিক সমস্যা ছিল। এ কারণে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ইউনিয়ন পরিষদের সদস্য হারুন খান জানান, মেয়েটির আগে দুটি বিয়ে হয়েছিল। তবে সংসার রক্ষা না হওয়ায় ছয় মাস আগে আরেক ছেলের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েটি স্বামীর বাড়িতে একবার গিয়েছিল।

মোসরেফার মা আতোয়ারা বেগম বলেন, তাঁর মেয়ে রাতে তাঁদের সঙ্গেই ছিলেন। সকালে তিনি ইটভাটায় কাজ করতে যান। পরে শোনেন মেয়ের লাশ গাছে ঝুলে আছে। আতোয়ারারও দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মোসরেফার বাড়ি থেকে তিন শ গজ দূরে একটি গাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ