মাসুদ রানা এত দিন ছিল বইয়ের পাতায়। জনপ্রিয় এ গোয়েন্দা এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমার নাম ‘এমআর-৯: ডু অর ডাই’। কয়েক বছর ধরে এর শুটিং চলেছে বিভিন্ন দেশে। মাস দুয়েক আগে টিজার প্রকাশের পর এবার এল মুক্তির ঘোষণা।
এমআর-৯-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সোমবার রাতে একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে, আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও আছেন শহিদুল আলম সাচ্চু, মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ৮৩ কোটি টাকা ব্যয়ে বানানো হয়েছে বড় আয়োজনের সিনেমাটি। নির্মাতা আসিফ আকবর বলেন, ‘এটি আমার সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট। আমাদের শৈশবের নায়ককে বড় পর্দায় নিয়ে আসার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে কৃতজ্ঞ।’