বরিশাল মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আরিফুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারী নির্যাতনের অভিযোগে দারে করা মামলায় গতকাল মঙ্গলবার জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।
আরিফুর জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি মেট্রোপলিটন পুলিশে নয়েক হিসেবে কর্মরত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ বলেন, গত বছরের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক বিরোধী আইনে মামলা করেন আরিফের স্ত্রী জেসমিন বেগম। পরে মহানগর পুলিশ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করে।
আরিফ গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।