পৃথিবীর বাইরে মহাকাশে বিজ্ঞানীদের ‘ঘর’ বলা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে। ১৯৯৮ সালে প্রথম মহাকাশে পাঠানোর পর ৩০ বছরের বেশি সময় ধরে ভরসার জায়গা হয়ে আছে এ স্টেশন। আর কত দিন থাকবে? চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত বহাল তবিয়তে থাকবে এ স্টেশন।
বাজেট অনুযায়ী, ২০৩১ সালের জানুয়ারিতে থামবে এটি। এরপর নিজের কক্ষপথ থেকে সরে গিয়ে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমোতে সমাধি হবে এর। জায়গাটি স্থল থেকে ২ হাজার ৭০০ কিলোমিটার দূরে। এর আগে এখানেই সমাধি হয়েছে আরও অনেক মহাকাশ যন্ত্রের। তাই অঞ্চলটিকে বলা হয় ‘মহাকাশ সমাধি’। নাসা