সিলেটের শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর একটি হোটেলের হলরুমে এ সভা হয়। ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এ সভা পরিচালনা করেন।
সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সোবহান, সহসভাপতি মো. সাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, আফতাব চৌধুরী, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর প্রমুখ।
সভায় ২০২০ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের করা ক্লাবের ২০২১ সালের বছরব্যাপী পরিচালিত কার্যক্রমের রিপোর্ট, ক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিনের করা বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন করা হয়।