কিশোরগঞ্জের তাড়াইলে কৃষিজমি থেকে শাহ আলম (৩০) নামের এক অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে উপজেলার পাঁছ ভাওয়াল গ্রামের সোহেল মিয়ার জমি থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে গতকাল দুপুরে শাহ আলমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহ আলম উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় কয়েক জন কৃষক সোহেল মিয়ার জমিতে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
শাহ আলমের মামা জাকির হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে শাহ আলম নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকালে শাহ আলমের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শাহ আলমের লাশের পাশেই দুটি ছুরি ও তিন জোড়া জুতা পাওয়া গেছে। যে জমিতে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে অটোরিকশা ও শাহ আলমের ব্যবহৃত মোবাইল সেট পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর গলায়, বুকে ও পিঠে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।