খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর সঠিক তদন্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।
এখন জাতীয় চার নেতা হত্যার বিচার কার্যক্রম আদালতে প্রক্রিয়াধীন। এ হত্যার বিচারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হলে জাতীয় চার নেতার মত ত্যাগী ও আদর্শবান হতে হবে।
গত বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র খালেক আরও বলেন, আওয়ামী লীগ তৃণমূল মানুষের সংগঠন। এই সংগঠন সব সময়ই সাধারণ মানুষের সুবিধা অসুবিধার বিষয় নিয়েই কাজ করে। সে ভাবেই সংগঠনের কাঠামো তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সকল সুবিধা বাস্তবায়ন করতে গিয়েই হত্যার শিকার হলেন।
তারই ধারাবাহিকতায় এদেশ থেকে বঙ্গবন্ধু আদর্শের উত্তরসূরিদের রাতের অন্ধকারে কারাগারের মধ্যে কাপুরুচিত ভাবে হত্যা করে। বঙ্গবন্ধু আর জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে বাঙালির গায়ে লেপে দেওয়া হয় কালিমা। বন্ধ করে দেওয়া হয় বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা হত্যার বিচার কার্যক্রম।
সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, শেখ ফারুক হাসান হিটলু, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, বি এম জাফর প্রমুখ। সভা পরিচালনা করেন নগর আওয়ামী’লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, অ্যাডভোকেট একেএম শাহজাহান কচি, অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী, শেখ পীর আলী, অধ্যাপক আদেল মুকুল, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমোরি সুফিয়া রহমান শুনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।