হোম > ছাপা সংস্করণ

দলীয় প্রতীকে নির্বাচন হবে না আখাউড়ায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চায়ালী যুক্ত হয়ে মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চেয়েছিলাম আমার সংসদীয় এলাকায় (আখাউড়া) ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। সুতরাং চতুর্থ দাপে অনুষ্ঠিত আখাউড়া উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতীক থাকছে না।’

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি চাই উৎসবের আমেজ নিয়ে ভোটারগণ কেন্দ্র গিয়ে তাদের এলাকার প্রতিনিধিদের নির্বাচিত করুক।

সদস্য প্রার্থীদের উদ্দেশ্য করে আনিসুল হক বলেন, ‘নির্বাচনের দিন, পরের দিন কিন্তু প্রতিবেশী হয়ে পাশা পাশি থাকব। তিনি বলেন, আমরা যদি নির্বাচনী পরবর্তী সহিংসতায় মারামারি করি সেটা দীর্ঘ স্থায়ী শত্রুতা সৃষ্টি হবে।’

আইনমন্ত্রী আনিসুল হকের তাঁর নির্বাচনী এলাকার জনগণকে অনুরোধ করে বলেন, আপনারা নির্বাচন করেন কিন্তু মারামারি করবেন না। এই অনুরোধ যদি না শোনেন, যারা মারামারি করবে যারা উচ্ছৃঙ্খল করবে তাদের বিরুদ্ধে আমি কঠোর হবো। এ অবস্থায় প্রার্থীদের কে নির্বাচন কমিশন নির্ধারিত অন্য প্রতীকে নির্বাচন করতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ