হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে হারলেও এসএসসিতে পাস

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

গত ২৬ ডিসেম্বর থেকে মন খারাপ ছিল রবিউল আওয়াল রবির। সেদিন চতুর্থ ধাপে জামতৈল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে অল্প ভোটের ব্যবধানে হেরে যান তিনি। নির্বাচনে পরাজয়ের সেই হতাশা ও দুঃখ তিনি ভুলে গেছেন গত বৃহস্পতিবার। এসএসসি পরীক্ষার ফলাফল তাঁর সেই কষ্ট দূরে সরিয়ে দেয়। ৪৩ বছর বয়সে তিনি পাস করেছেন। যা তাঁর জীবনে এনে দিয়েছে আনন্দ।

রবিউল আওয়ালের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামে। তিনি এবার শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ১৯৯২ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে সময় গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় রাগ করে আর পরীক্ষা দেননি তিনি।

জানা গেছে, রবিউল আওয়াল রবি তাঁর সাত ভাইবোনের মধ্যে সবার ছোট। তাঁর দুই ভাই সরকারি চাকরি করেন এবং আরেক এক ভাই কৃষিকাজ ও অন্য ভাই স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে রবিউল আওয়াল রবি বলেন, ‘১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে ভালো মার্ক পেলেও গণিতে ফেল করি। রাগ করে আর পরীক্ষা দেওয়া হয়নি। পরে নির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচিত হই। একটানা তিনবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকাবাসীর সেবা করেছি। এর মাঝেই দুই বছর আগে মনে হলো যেহেতু পড়াশোনার কোনো বয়স নেই। তাই পড়াশোনাটা শুরু করা দরকার। সেই চিন্তা থেকেই আবার পড়াশোনা শুরু করি। পাসের এই আনন্দ নির্বাচনে পরাজিত হওয়ার কষ্টটা কমে গেছে।’ এই বয়সেও পড়াশোনা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ